দেশ, জাতি ও উম্মাহর কল্যাণার্থে পরিচালিত আর-রহমান ফাউন্ডেশনের নানামুখী কার্যক্রমের কেন্দ্রবিন্দু হবে আর-রহমান ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স। এই কমপ্লেক্সে একটি আদর্শ মসজিদ এবং যুগ-চাহিদা পূরণে উপযোগী ইসলামিক স্কলার তৈরির লক্ষ্যে সমন্বিত সিলেবাসের একটি আধুনিক মাদরাসাসহ বিভন্ন সেবা ও জনকল্যাণমূলক প্রকল্প পরিচালনার কেন্দ্র হবে ইন-শা-আল্লাহ।