আজীবন ও দাতা সদস্য

আর-রহমান ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মসজিদ সালাত আদায়ের পাশাপাশি বহুবিধ কল্যাণের কেন্দ্র ছিল। ঢাকা মসজিদের শহর হলেও বেশিরভাগ মসজিদে নামাযের জামায়াত এবং বড়জোর মকতবের মধ্যেই সীমাবদ্ধ। আস-সুন্নাহ ফাউন্ডেশন ঢাকায় একটি আদর্শ মসজিদ গড়ে তুলতে চায়, যা সালাত আদায় ছাড়াও বিভিন্ন কল্যাণমূলক কাজে মুখর থাকবে। এতে বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের মানুষের দীনি শিক্ষার নিয়মিত আয়োজন, প্রতি সপ্তাহের খুতবার সারসংক্ষেপ লিখিত আকারে মুসুল্লীদের মাঝে বিতরণ, প্রাজ্ঞ উলামায়ে কিরামের সাক্ষাৎ ও সান্নিধ্যলাভের সুযোগ, নারী ও শিশুদের জন্য বিশেষ কর্নার, দুস্থ রোগীদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, পারিবারিক ও ব্যক্তিগত কলহ নিরসনকল্পে আলেমদের মাধ্যমে কাউন্সেলিংয়ের ব্যবস্থা ও গ্রাম থেকে বিভিন্ন সাময়িক প্রয়োজনে ঢাকায় আগত ব্যক্তিদের জন্য মুসাফিরখানাসহ বিভিন্ন কার্যক্রম থাকবে ইন-শা-আল্লাহ।
এছাড়াও মসজিদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দেশব্যাপী পরিচালিত যাবতীয় কল্যাণমূলক কাজের প্রধান কার্যালয় থাকবে ইন-শা-আল্লাহ। যেখান থেকে ফাউন্ডেশনের দেশব্যআপী পরিচালিত মসজিদ, মাদরাসা ও বিভিন্ন সেবা ও জনকল্যাণমূলক কাজ পরিচালিত হবে।
যা থাকবে আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সে ও ইসলামিক সেন্টারে :
  • আদর্শ জামে মসজিদ
  • জেনারেল ও দীনি শিক্ষার সমন্বিত সিলেবাসের আধুনিক (অনাবাসিক) মাদরাসা
  • আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়
  • শরয়ী সমাধান বিভাগ
  • উচ্চতর ইসলামী গবেষণাকেন্দ্র
  • শিশু-কিশোরদের জন্য ইসলামী সংস্কৃতিকেন্দ্র
  • ইমাম ও খতীবদের জন্য দাওয়াহ প্রশিক্ষণকেন্দ্র
  • ফ্যামিলি কাউন্সেলিং বিভাগ
  • সমাজকল্যাণ পরিচালনা বিভাগ
  • পাবলিক লাইব্রেরি
  • আধুনিক মিডিয়া বিভাগ
  • বিনামূল্যে চিকিৎসাসেবা-কেন্দ্র
  • মুসাফিরখানা
কমপ্লেক্স পরিচালনাধীন প্রতিষ্ঠান ও বিভাগসমূহ
( কমপ্লেক্সে যেগুলোর শুধু কার্যালয় থাকবে। )
০১. ইসলামিক স্কুল ও কলেজ
  • শিক্ষাক্ষেত্রে ভূমিকা রাখা আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠার অন্যতম মৌলিক উদ্দেশ্য। এই লক্ষ্য বাস্তবায়ন-কল্পে মাদরাসা প্রতিষ্ঠার পাশাপাশি আদর্শ ও নীতিবান নাগরিক গড়ে তোলার লক্ষ্যে ইসলামিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হবে এবং কমপ্লেক্স থেকে পরিচালিত হবে ইন-শা-আল্লাহ।
০২. বেসিক ইসলাম ও কারিগরি শিক্ষাকেন্দ্র
  • তরুণ ও যুবকদেরকে ইসলাম-অনুরাগী ও দীনের মৌলিক জ্ঞান-সম্পন্ন হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্বাবলম্বী করে তোলা এই বিভাগের উদ্দেশ্য। আস-সুন্নাহ ফাউন্ডেশন দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে নারী ও পুরুষকে (আলাদাভাবে) কারিগরি প্রশিক্ষণ দান করে থাকে। একই সময়ে তাঁরা যাতে দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করতে পারে, এজন্য তাঁদেরকে প্রখ্যাত ইসলামিক স্কলারদের মাধ্যমে ইসলামের মৌলিক বিধান শিক্ষাদান করা হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশন কমপ্লেক্সে এটিকে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হবে।
০৩. ইসলামী জ্ঞানের প্রতিযোগিতা বিভাগ
  • দীনি জ্ঞানচর্চার প্রতি শিশু-কিশোরসহ সকল শ্রেণী-পেশার মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে ইসলামী জ্ঞানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আস-সুন্নাহ কমপ্লেক্সে এটি স্বতন্ত্র বিভাগে আরো সুচারুরূপে পরিচালিত হবে ইন-শা-আল্লাহ।
০৪. ত্রাণ ও সমাজকল্যাণ পরিচালনা বিভাগ
  • মানবসেবা আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য। ফাউন্ডেশন দীনদার দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় আর্তমানবতার সেবায় নিয়মিত কাজ করে চলেছে। সারা বছর যাতে দুস্থ ও অসহায়দের কল্যাণার্থে এই কার্যক্রম পরিচালনা করা যায়, ত্রাণ ও সমাজকল্যাণ পরিচালনা বিভাগ সে লক্ষ্যে কাজ করবে। এই বিভাগ থেকে ইন-শা-আল্লাহ সুষ্ঠু, সুন্দর ও সুচারুরূপে সেবামূলক সকল কার্যক্রম পরিচালিত হবে।
০৫. আলেমদের স্বাবলম্বীকরণ প্রকল্প
  • ইমাম, মুয়াজ্জিন, খতীব ও তরুণ আলেমদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা এই প্রকল্পের উদ্দেশ্য। সম্মানিত আলেমগণ যাতে নিজেরা স্বাবলম্বী হয়ে দেশ, জাতি ও উম্মাহর নিঃস্বার্থ সেবা করতে পারেন, এজন্য তাঁদেরকে প্রশিক্ষণ দেয়া হবে এবং প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হবে। যে জাতীয় প্রশিক্ষণ দেয়া হবে: গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভলপিং, আউটসোর্সিং, মৎসচাষ, পশুপালন, কৃষি ইত্যাদি।
০৬. এতিম, বিধবা ও স্বামী-পরিত্যাক্তা কেয়ার সেন্টার
  • এতিমদের দেখভাল, তাদের সুষ্ঠু বিকাশ ও পড়াশোনার দায়িত্ব এই শাখা থেকে পরিচালিত হবে। পাশাপাশি বিধবা ও স্বামী-পরিত্যাক্তা নারীদের অন্ন, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করবে; এবং তাঁদেরকে বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষিত করে স্বাবলম্বী করে তোলা হবে ইন-শা-আল্লাহ।

সদস্য আহ্বান

আর-রহমান ফাউন্ডেশনের গঠনতন্ত্রের চার-এর খ ও গ ধারা মোতাবেক ‘আজীবন সদস্য’, ‘দাতা সদস্য’ ও ‘স্কয়ারফিট ডোনার’ সংগ্রহ করা হচ্ছে। দাতা সদস্য, আজীবন সদস্য ও স্কয়ারফিট ডোনারগণ ফাউন্ডেশনের কল্যাণার্থে যে কোনো সুপরামর্শ দিতে পারবেন। এ দুটি পরিষদের সদস্যগণ থেকে সংগৃহীত এককালীন অনুদান ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন কমপ্লেক্স’ মহাপ্রকল্প গড়ে তোলার কাজে ব্যয় করা হবে ইন-শা-আল্লাহ। উল্লেখ্য, এটি একটি সাদকায়ে জারিয়াহ প্রকল্প, যার সাওয়াব মৃত্যুর পরও আমলনামায় যুক্ত হতে থাকবে ইন শা আল্লাহ।
আর-রহমান ফাউন্ডেশনের নীতি ও আদর্শের সঙ্গে একমত এরকম যে কেউ আজীবন সদস্য ও দাতা সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন।

আজীবন সদস্য

যারা ফাউন্ডেশনের কল্যাণার্থে এককালীন কমপক্ষে এক লক্ষ বা তদূর্ধ টাকা ফাউন্ডেশনের তহবিলে দান করবেন, তারা ফাউন্ডেশনের আজীবন সদস্য হবেন।

দাতা সদস্য

যারা ফাউন্ডেশনের কল্যাণার্থে এককালীন কমপক্ষে পঞ্চাশ হাজার বা তদূর্ধ টাকা ফাউন্ডেশনের তহবিলে দান করবেন, তারা ফাউন্ডেশনের দাতা সদস্য হবেন।

দাতা ও আজীবন সদস্যগণ আমৃত্যু ফাউন্ডেশনের সদস্য থাকবেন। ফাউন্ডেশনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী তাঁদের পরামর্শ চাওয়া হবে এবং সময়ে সময়ে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে।
সদস্য হওয়ার নিয়ম:
  • ফাউন্ডেশনের সকল সদস্যকে অবশ্যই কুরআন ও সুন্নাহর অনুসারী এবং শিরক ও বিদআত থেকে মুক্ত হতে হবে।
  • সদস্য ফি বাবদ প্রদেয় অর্থ হালাল হতে হবে।
  • নির্ধারিত ফরম পূরণ করতে হবে।
উপরিউক্ত শর্ত সাপেক্ষে যে কোনো নারী-পুরুষ আস-সুন্নাহ ফাউন্ডেশনের দাতা বা আজীবন সদস্য হতে পারবেন।
তাছাড়া কমপ্লেক্স প্রতিষ্ঠায় সহযোগিতার নিমিত্তে সামর্থ অনুযায়ী যে কোনো পরিমাণ অর্থও দান করা যাবে।
সার্বিক যোগাযোগ ও সহযোগীতার জন্য 01408405060 (mobile, whatsapp, imo, telegram)
 

আবেদন ফরম

আস সুন্নাহ ফাউন্ডেশন এর ওয়েবসাইট এর মাধ্যমে পেমেন্ট

* চিহ্নিত ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক, অন্যান্যগুলো ঐচ্ছিক

সম্মানিত সদস্যদের সকল তথ্য আমাদের জন্য আমানত। সদস্যগণের করো তথ্য পাবলিকলি বা অন্য কারো কাছে প্রকাশ করা হবেনা ইন শা আল্লাহ্। তথাপি ফাউন্ডেশন এর আপডেট জানানো ও মতামত নেবার জন্য যোগাযোগের তথ্যগুলো আমরা সংগ্রহ করছি।