রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মসজিদ সালাত আদায়ের পাশাপাশি বহুবিধ কল্যাণের কেন্দ্র ছিল। ঢাকা মসজিদের শহর হলেও বেশিরভাগ মসজিদে নামাযের জামায়াত এবং বড়জোর মকতবের মধ্যেই সীমাবদ্ধ। আস-সুন্নাহ ফাউন্ডেশন ঢাকায় একটি আদর্শ মসজিদ গড়ে তুলতে চায়, যা সালাত আদায় ছাড়াও বিভিন্ন কল্যাণমূলক কাজে মুখর থাকবে। এতে বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের মানুষের দীনি শিক্ষার নিয়মিত আয়োজন, প্রতি সপ্তাহের খুতবার সারসংক্ষেপ লিখিত আকারে মুসুল্লীদের মাঝে বিতরণ, প্রাজ্ঞ উলামায়ে কিরামের সাক্ষাৎ ও সান্নিধ্যলাভের সুযোগ, নারী ও শিশুদের জন্য বিশেষ কর্নার, দুস্থ রোগীদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, পারিবারিক ও ব্যক্তিগত কলহ নিরসনকল্পে আলেমদের মাধ্যমে কাউন্সেলিংয়ের ব্যবস্থা ও গ্রাম থেকে বিভিন্ন সাময়িক প্রয়োজনে ঢাকায় আগত ব্যক্তিদের জন্য মুসাফিরখানাসহ বিভিন্ন কার্যক্রম থাকবে ইন-শা-আল্লাহ।
এছাড়াও মসজিদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দেশব্যাপী পরিচালিত যাবতীয় কল্যাণমূলক কাজের প্রধান কার্যালয় থাকবে ইন-শা-আল্লাহ। যেখান থেকে ফাউন্ডেশনের দেশব্যআপী পরিচালিত মসজিদ, মাদরাসা ও বিভিন্ন সেবা ও জনকল্যাণমূলক কাজ পরিচালিত হবে।
যা থাকবে আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সে ও ইসলামিক সেন্টারে :